• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩, আহত ২০

  ফরিদপুর প্রতিনিধি

০৮ অক্টোবর ২০১৯, ১১:৫০
সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস
সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরের নগরকান্দায় যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে নগরকান্দা উপজেলার নাগারদিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বাগেরহাট জেলার ফিরোজা বেগম (৩৬) ও লিটন শেখ (৩৫)।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান জানান, নিহতদের দুজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভাঙ্গাসহ নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা থেকে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ করে। আহতদের ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, বাগেরহাট থেকে ঢাকাগামী গোল্ডেন লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২০ জন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড