• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোনের সামনে ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

০৫ অক্টোবর ২০১৯, ২২:০১
আহত
আহত ড্রেজার ব্যবসায়ী যুবক ডালিম (ছবি : দৈনিক অধিকার)

বোনের সামনে রিকশা থেকে নামিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডালিম নামে এক ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা করেছে সন্ত্রাসীরা।

আহত ড্রেজার ব্যবসায়ী যুবক ডালিম একই উপজেলার আবুল হোসেনের ছেলে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে আহত ওই যুবককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার পর ওই যুবকের বাবা আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের খেলু মিয়ার ছেলে আমানউল্লাহ ও তার কয়েকজন বন্ধু এক বছর আগে আবুল হোসেনের ছেলে ডালিমের বাড়ির পাশে মদ পান করে মাতলামি করছিল। ওই সময় ডালিম তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে শনিবার সন্ধ্যায় ডালিমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত ডালিমের চাচাতো বোন মনিকা বেগম জানান, অসুস্থ স্বামী মিলন মিয়াকে নিয়ে ডালিমসহ শনিবার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। সেখানে স্বামীকে দেখানোর পর ডাক্তার কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেন। পরে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য মোগরাপাড়া যাওয়ার পথে উদ্ভবগঞ্জ বাজারে আমানউল্লাহ ও আক্তার হোসেন ওরফে জাবেদ তাদের রিকশা থামায়। এ সময় তিনি তাদের কাছে মাফ চেয়ে রিকশা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তার কোনো কথা না শুনেই চাচাতো ভাই ডালিমকে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে বাজারের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

এ দিকে, ঘটনার পর অভিযুক্ত সন্ত্রাসী আমানউল্লাহর মোবাইলের দোকানে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ সময় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড