• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীর দুই ক্লাবে অভিযান, জুয়া খেলার সরঞ্জামসহ আটক ১৪

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৩
পাবনা
জেলার ম্যাপ

পাবনার ঈশ্বরদীতে দুটি ক্লাবে অভিযান চালিয়ে জুয়াড়িসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩ হাজার ৭৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে এই অভিযান হয়। অভিযান চালানো ক্লাবগুলো হলো- উপজেলার সাঁড়া গোপালপুর এলাকার সূর্য সংঘ ও নতুন ক্লাব।

এ ঘটনায় আটকরা হলো- বাঘইল ইপিজেড গেট এলাকার এসকেন্দার সরকারের ছেলে তৌহিদুল ইসলাম (৩২), সাঁড়া গোপালপুর এলাকার আরশেদ মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪৫), মৃত মসলেম উদ্দিনের ছেলে শাকিল আহম্মেদ (৩৫), আব্দুল হামিদ প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক (৪৫), ইউনুস প্রামাণিকের ছেলে সাহাবুল প্রামাণিক (৩৮), মৃত জামরুল সরদারের ছেলে তুফান সরদার (৪২), মৃত আব্দুল বারীর ছেলে আহসান হাবিব (৫২), ইয়াছিন আলী মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৫২), মৃত মোকসেদ আলীর ছেলে তোজাম আলী (৫৫), নিজামুল আলমের ছেলে এনামুল আলম টিটু (৫০), মৃত আব্দুস সামাদের ছেলে বজলুর রহমান (৫৩), মৃত জিয়ারত আলীর ছেলে নাছির উদ্দিন ফারুকী (৫০), সাঁড়া গোপালপুর নতুনপাড়া এলাকার মৃত তফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক (৫৩) ও মাঝদিয়া নতুনপাড়া এলাকার মৃত আফসার প্রামাণিকের ছেলে আতিয়ার রহমান (৫৫)।

অভিযানে অংশ নেওয়া ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, আমরা এখনো নিশ্চিত নই যে, কারা এসব পরিচালনা করতো। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। কারণ এতদিন এসবকে আমরা স্পোর্টিং ক্লাব বলেই জানতাম। ক্লাবের আড়ালে এমন কার্যক্রম চলছে বলে আমাদের ধারণা ছিল না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, সম্প্রতি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায় থানা-পুলিশ। এ দুটি ক্লাবে বেশ কিছুদিন ধরে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলত। এতে অংশ নিয়ে অনেকে নিঃস্ব হয়েছেন। স্থানীয়দের এমন অভিযোগের কারণে অভিযান চালানো হয়। এ সময় ১৪ জনকে আটক করা হয়। এছাড়া বেশ কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড