• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

থানায় নারীকে গণধর্ষণ, ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

  অধিকার ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১২
খুলনা
ছবি : প্রতীকী

খুলনায় এক নারীকে হাজতে গণধর্ষণের ঘটনায় জিআরপি থানার সাবেক কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে আদালতে গণধর্ষণের মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভিকটিম নিজেই বাদী হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন।

আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মমিনুল ইসলাম।

এর আগে, গত সোমবার (৯ আগস্ট) ভুক্তভোগী নারী বাদী হয়ে খুলনার জিআরপি থানায় ওসি উছমান গণি পাঠানসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গণধর্ষণের সময় থানায় দায়িত্বে থাকা ওসি, ডিউটি অফিসারসহ অজ্ঞাত আরও তিনজনকে উক্ত মামলায় আসামি করা হয়।

ওই নারীর অভিযোগ, যশোর থেকে ট্রেনে আসার সময় ফুলতলা এলাকায় জিআরপি পুলিশ প্রথমে তাকে মোবাইল চুরির অপরাধে আটক করে নিয়ে যায়। পরে গভীর রাতে জিআরপি পুলিশের ওসি ওসমান গণি পাঠান তাকে ধর্ষণ করেন।

এরপর আরও চারজন পুলিশ পালাক্রমে তাকে ধর্ষণ করেন। কিন্তু পরের দিন তাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এ ঘটনার পর গত ৭ আগস্ট খুলনা রেলওয়ে ওসি ওসমান গণি পাঠান, এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃত সেই ওসি এখন জিআরপি থানার হেডকোয়ার্টার ঈশ্বরদীতে আছেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড