• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলুর বস্তায় মানুষের হাড়-খুলি

  অধিকার ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১১
মানুষের হাড়
বস্তা ভর্তি মানুষের হাড়। (ছবি : সংগৃহীত)

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় পাচার করার সময় চারটি বস্তা ভরা খুলি-মানুষের হাড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভুল্লী বাজার থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।

তথ্য নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ বলেন, কবরস্থান থেকে চুরি করা খুলি-হাড় বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। মুকুল হোসেন নামে এক ব্যক্তি শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী কান্তি পরিবহনের একটি ডে-কোচে আলু বলে বস্তাগুলো বুকিং দিয়েছিলেন।

কোচটি রংপুর পৌঁছালে বস্তা দেখে কাউন্টারের কর্মীদের সন্দেহ হয়। তারা ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আরেকটি বাসে বস্তাগুলো ফেরত পাঠিয়ে দেন। ভুল্লী কাউন্টারে বস্তা খুলে দেখা যায় মানুষের মাথার খুলি এবং হাড়। কান্তি পরিবহন থানায় জানালে পুলিশ বস্তাগুলো থানা হেফাজতে নেয়— বলেন এসআই আহমেদ।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি তদন্ত চিত্তরঞ্জন রায় বলেন, এ ঘটনার জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড