• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতিহাস বদলায় তারা যারা ঘাম দিয়ে গোসল করে : ব্যারিস্টার সুমন

  কুলাউড়া প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৫
ব্যারিস্টার সুমন
শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দরা। (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ সুপ্রীমকোর্টের প্রসিকিউটর, মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সাহেদুল হক সুমন বলেছেন, "যারা পানি দিয়ে গোসল করে তারা কাপড় বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়"।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা পারবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে। তাই লেখাপড়া চালিয়ে যেতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি অব ভাটেরা কর্তৃক আয়োজিত এস.এস.সি, দাখিল ও এইচ.এস.সি, আলিমে এ+, এ গ্রেড উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথাগুলো বলেন।

উপজেলার ভাটেরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ সভাপতিত্বে ও ফরহাদুল ইসলাম লিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ.কে.এম নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ মিয়া তালুকদার, সাবেক চেয়ারম্যান হাজী সিরাজ মিয়া।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি অব ভাটেরা'র সভাপতি মাছুম আহমদ এবং সাধারণ সম্পাদক আলী হোসেন সিদ্দিকী।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভাটেরা স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মদ আলী চৌধুরী তরিক, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, গভর্নিং বডির সদস্য উমেদ আলী, যুবলীগ নেতা আতিকুল ইসলাম মিন্টু, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক মাহবুব খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সৈয়দ সিরাজ মিয়া, আব্দুল লতিফ লুলু, সহকারী শিক্ষক আব্দুল হামিদ খান, ০২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ, সিলেট মহানগর তালামীযের সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ, কুলাউড়া তালামীযের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাসান শাকিল, ভাটেরা ইউনিয়ন তালামীয, ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী প্রমূখ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড