• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে ডেঙ্গু রোগী বৃদ্ধি, অনুসন্ধানে গবেষণা টিম মাঠে

  যশোর প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৩
কীটতত্ত্ববিদ
এডিস মশার লার্ভার নমুনা সংগ্রহকালে কীটতত্ত্ববিদরা (ছবি : দৈনিক অধিকার)

গত ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন রোগী। সবমিলিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৬ জন।

এ দিকে, যশোরে রোগী বৃদ্ধির কারণ অনুসন্ধানে যশোরে দুই দিন ধরে কাজ করছে রোগতত্ত্ব ও রোগ নির্ণয় গবেষণা কেন্দ্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ সিডিসি বিভাগের ২০ কর্মী। তারা জেলার পাঁচটি উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে এডিস মশার লার্ভার নমুনা সংগ্রহ করেছে।

যশোর জেলা কীটতত্ত্ববিদ আমিনুল ইসলাম জানান, ‘আমরা পাঁচটি উপজেলায় (বাঘারপাড়া, অভয়নগর, মনিরামপুর, ঝিকরগাছা, চৌগাছা) এডিস মশার লার্ভা সংগ্রহ করেছি। এর মধ্যে মনিরামপুর, বাঘারপাড়ার লার্ভায় এডিস মশার প্রজনন বেশি পেয়েছি। তবে, সব উপজেলাতে অতিরিক্ত মাত্রায় এডিস মশার লার্ভা রয়েছে। তিনি বলেন, নমুনা সংগ্রহের পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে জনগণকে সচেতনও করা হচ্ছে।

উল্লেখ্য, যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় প্রায় তিন হাজার ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৬ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুই হাজার ৩৮৩ জন। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৬ জন। যার মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯জন, আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০২ জন এবং বেসরকারি হাসপাতালে ১৫ জন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড