• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে ৫ নারী পেলেন পাওয়ার টিলারচালিত বীজবপন যন্ত্র

  ফরিদপুর প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৬
পাঁচ নারী কৃষকের মধ্যে পাওয়ার টিলারচালিত বীজ বপনযন্ত্র
পাঁচ নারী কৃষকের মধ্যে পাওয়ার টিলারচালিত বীজ বপনযন্ত্র (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরে পাঁচ নারী কৃষকের মধ্যে পাওয়ার টিলারচালিত বীজ বপন যন্ত্রের মেকানিক্যাল স্টার্টার কিট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে পাওয়ার টিলারচালিত বীজ বপন মেশিনের সাহায্যে সারিবদ্ধভাবে আউশ ধান উৎপাদন বিষয়ে অবহিতকরণ কর্মশালায় আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তাগণ বলেন ‘কৃষি খাতকে লাভজনক হিসেবে গড়ে তুলতে হলে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে নারী শক্তিকে কাজে লাগাতে হবে। দেশের অর্ধেকের বেশি নারীদের ঘরে বন্ধী করে রেখে দেশের কাঙ্খিত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।’ সভায় আরও জানানো হয়, ফরিদপুর অঞ্চলের ১৪ জন নারী পাওয়ার টিলার চালিত সিডার ব্যবহার করেন। কিন্তু সিডার মেশিন চালু করার ক্ষেত্রে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা নারীদের সাধারণত থাকে না। এ কারণে ইউএসএআইডির অর্থায়নে, আন্তর্জাতিক ভুট্রা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) বাংলাদেশ ফরিদপুর হাব ওই ১৪ জন নারীকে মেকানিক্যাল স্টার্টার কিট দেওয়ার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে গতকাল পাঁচজন নারীকে মেকানিক্যাল স্টার্টার কিট দেওয়া হয়।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্ত্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাইম আস সাকীব, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, গোপালগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমেশ চন্দ্র ব্রহ্ম, শরীয়তপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমীর হামজা, মাদারীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম গফুর, কৃষি গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম আহমেদ এবং সিমিট বাংলাদেশ ফরিদপুর হাব সমন্বয়কারী হিরা লাল নাথ।

দিনব্যাপী এ কর্মশালায় ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ২৯টি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, ফরিদপুর হাবের কর্মকর্তাগণ, কৃষি যন্ত্রপাতি বিক্রির ডিলারগণ, মেকানিকগণ উপস্থিত ছিলেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড