• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আসামির স্ত্রীকে গণধর্ষণ: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  যশোর প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০১
গণধর্ষণে আটক
গণধর্ষণের ঘটনায় আটকরা ( ছবি : দৈনিক অধিকার)

ঘুষ না পেয়ে আসামির স্ত্রীকে গণধর্ষণ মামলার তিন আসামির মধ্যে একজন যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আসামি আব্দুল লতিফ আদালতে ধর্ষণের ঘটনায় জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইনসপেক্টও শেখ মোনায়েম হোসেন জবানবন্দীর তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, শার্শায় গৃহবধূকে গণধর্ষণ মামলায় গ্রেফতার তিন আসামিকে মঙ্গলবার দ্বিতীয় দফায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) আসামি আব্দুল লতিফকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইনের আদালতের হাজির করা হয়। আসামি আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের ঘটনায় জবানবন্দি দেয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হুসাইন আসামিদের প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষ হলে তদন্ত কর্মকর্তা গত ১৬ সেপ্টেম্বর ফের তিন দিনের রিমান্ড আবেদন করলে ১৭ সেপ্টেম্বর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর এলাকায় দুই সন্তানের জননীকে পুলিশের এসআই খায়রুল আলম ও সোর্স কামরুজ্জামান গণধর্ষণ করে। ৩ সেপ্টেম্বর সকালে ওই গৃহবধূ যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে এলে বিষয়টি জানাজানি হয়।

এর আগে গত ২৫ আগস্ট ওই নারীর স্বামীকে পুলিশ আটক করে। সে সময় তাকে ছেড়ে দেওয়ার শর্তে ৫০ হাজার দাবি করেন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খায়রুল আলম। টাকা না দেওয়ায় তাকে ৫০ বোতল ফেনসিডিল দিয়ে চালান দেওয়া হয়।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড