• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে ময়লা পরিষ্কার করতে গিয়ে শতাধিক ছাত্রী অসুস্থ

  মানিকগঞ্জ প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬
অসুস্থ ছাত্রীরা
হাসপাতালে অসুস্থ ছাত্রীরা (ছবি : দৈনিক অধিকার)

মানিকগঞ্জের সাটুরিয়া স্কুল মাঠের ময়লা পরিষ্কার করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে একটি বিদ্যালয়ের শতাধিক ছাত্রী। অসুস্থ স্কুলছাত্রীদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেরপ্টম্বর) সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষকদের নির্দেশে শিক্ষার্থীরা মাঠের ময়লা আবর্জনা পরিষ্কার করতে থাকে। প্রচণ্ড গরমে পানি শূন্যতায় হঠাৎ করে ১০/১৫ শিক্ষার্থী অচেতন হয়ে যায়। পরে তাদের দেখাদেখি আরও শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থ হবার ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুন উর রশীদ জানান, গরমে পানি শূন্যতায় কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের দেখাদেখি অন্যান্যরাও অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা শেষে বেশির ভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড