• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্রাণের টিন আত্মসাতের মামলায় সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড

  ফরিদপুর প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩
জেলা জজ আদালত
ফরিদপুর জেলা জজ আদালত (ছবি : সংগৃহীত)

ফরিদপুরে ত্রাণের টিন আত্মসাতের মামলায় এক সাবেক ইউপি সদস্যকে দোষী সাব্যস্ত করে এক বছর সশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে সাবেক ওই ইউপি সদস্যকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। ওই সময় দণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য মো. ফরহাদ মাতুব্বর (৪৫) আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে আদালতের এজলাস থেকে জেলা কারাগারে নিয়ে যায় কোর্ট পুলিশ।

ফরিদপুর দুদকের আইনজীবী মো. মজিবর রহমান জানান, মো. ফরহাদ হোসেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। ইউপি সদস্য থাকাকালীন সময়ে তিনি দুই ব্যক্তির নামে ১৬টি ত্রাণের টিন উত্তোলন করে নিজ বাড়িতে ঘর নির্মাণ করেন। গোপনে এ সংবাদ জেনে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হোসেন তালুকদার ইউপি সদস্য ফরহাদের বাড়িতে অভিযান চালিয়ে ত্রাণের টিনগুলি জব্দ করেন।

এ ব্যাপারে কামরুল হোসেন নিজে বাদী হয়ে ২০০৭ সালের ২৩ জুলাই শিবচর থানায় ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য ফরহাদকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরবর্তিতে এ মামলাটির তদন্তভার দুদক গ্রহণ করে। তদন্ত করেন দুর্নীতি দমন সমন্বিত ফরিদপুর কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক নূর হোসেন। তিনি (নূর হোসেন) গত ২০০৯ সালের ১২ জানুয়ারি ইউপি সদস্য ফরহাদকে ত্রাণের টিন আত্মসাতের দায়ে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড