• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

  দিনাজপুর প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯
হাসপাতাল
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি : সংগৃহীত)

টিন শেড ঘর নির্মাণের সময় ড্রিল মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের বিরল উপজেলায় রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহনেওয়াজ (৩৩) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত রাসেল দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে ও আহত শাহনেওয়াজ একই এলাকার শাহজাহান আলীর ছেলে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের পূর্ব মহেশপুর বইরডাঙ্গা এলাকায় আব্দুর ছাত্তারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় শাহনেওয়াজকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিরল থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের আব্দুর ছাত্তারের বাড়িতে টিন শেড ঘর নির্মাণকালে ড্রিল মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর শাহনেওয়াজকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় বিরল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড