• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  টাঙ্গাইল প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৩
টাঙ্গাইল
মানববন্ধনে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলে চাঞ্চল্যকর গৃহবধূ মন্টি ঘোষ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার স্বজনরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালী মেয়ে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা।

এ সময় উপস্থিত ছিলেন- নিহতের বাবাসহ চিনিবাস ঘোষ, মা উজালা ঘোষ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

নিহত মন্টির বাবা চিনিবাস ঘোষ বলেন, আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এমনটা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর শহরের সাহাপাড়া এলাকায় নববধূ মন্টিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন স্বামী রনি ঘোষকে প্রধান আসামি করে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা চিনিবাস ঘোষ। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আগামী ১৯ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য আছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড