• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে কৃষকের মৃত্যু

  পাবনা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০১
কৃষক
ক্ষেতে বালাইনাশক দিচ্ছে কৃষক (ছবি : সংগৃহীত)

পাবনার সাঁথিয়ায় এক কৃষক ক্ষেতে বালাইনাশক দেয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের নাম আব্দুস সালাম (৫০)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার পদ্মবিলা মোল্পালাড়া গ্রামের ইসলাম সেখের ছেলে আব্দুস সালাম (৫০)।

কুমিড়গাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ইয়াকুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবারের লোকজন জানান, চাষি আব্দুস সালাম সোমবার দুপুরে ক্ষেতে বালাইনাশক দিচ্ছিলেন। এ সময় তিনি অসতর্কভাবে ক্ষেতে বালাইনাশক দিচ্ছিলেন বলে তারা জানান। তিনি নাকে-মুখে রুমাল বা কোনো মাস্ক ব্যবহার করেননি। এ দিকে ক্ষেতে থেকে আসার পর আব্দুস সালাম অসুস্থ হয়ে যান। তাকে অসুস্থ অবস্থায় বিকালে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকসাদ আল মাসুর আনন জানান, ওই চাষির অসর্তকতার জন্য তিনি বিষিক্রিয়ার শিকার হয়েছে বলে ধারণা করছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড