• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাওরে মাছ ধরতে গিয়ে ফেরা হলো না জেলের

  সিলেট প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৫
পানিতে ডুবে মৃত্যু
(ছবি : প্রতীকী)

মাছ ধরতে গিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে নেছার আলী (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন জেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত জেলে নেছার আলী গোলাপগঞ্জ উপজেলার বাঘা লালনগর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার মৃত আছান উল্লাহর ছেলে আব্দুল গফুর ও মৃত ইনাই মিয়ার ছেলে তাহির আলী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাঘা ছোট কুলা হাওরে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিহতের লাশ তার বাড়িতে আনা হয়েছে পাশাপাশি আহত দুইজনকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৭টার দিকে নেছার আলী, আব্দুল গফুর ও তাহির আলী বাঘা ছোট কুলা হাওরে মাছ ধরতে যান। বেলা সাড়ে ১০টার পর হঠাৎ নেছার আলীকে পানিতে তলিয়ে যেতে দেখে তারা দুইজন উদ্ধারে এগিয়ে আসেন। এ সময় নেছার আলীকে হাওরের পাড়ে তোলার পূর্বে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে আহত দুইজনকে গোলাপগঞ্জে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত আহতরা স্বাভাবিক অবস্থায় না ফিরে আসায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ দিকে, পরিবারের একমাত্র উপার্জনকারী নেছার আলীকে হারিয়ে একদিকে যেমন শোকে কাতর তার পুরো পরিবার, তেমনি নেছার আলীকে হরিয়ে মুহূর্তেই অসহায় হয়ে পড়েছেন তারা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড