• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিবন্ধী মেয়েকে হত্যা মামলায় বাবার যাবজ্জীবন

  সারাদেশ ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭
আদালতের রায়
আদালতের রায় ( ছবি : প্রতীকী )

দিনাজপুরে পরকীয়া প্রেমে জড়িয়ে নিজের প্রতিবন্ধী মেয়ে নূর জাহান (১১) কে হত্যার দায়ে বাবা নুর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় দেন।

এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় কথিত প্রেমিকা আরেফা বানু কৈতরি এবং নূর ইসলামের ছেলে জুয়েল বাবুকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় গ্রামের বাসিন্দা নূর ইসলাম পরকীয়া প্রেমে জড়িয়ে নিজের প্রতিবন্ধী মেয়ে নূর জাহানকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। নাতনিকে হত্যার ঘটনায় জামাই নূর ইসলাম, নাতি জুয়েল বাবু এবং জামাইয়ের কথিত প্রেমিকা আরেফা বানু কৈতরির বিরুদ্ধে মামলা করেন শ্বশুর সমসের আলী। এরপর আদালত ১৫ জনের সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় নূর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া দেন আদালত।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড