• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোমায় কব্জি উড়ে গেল র‌্যাব কর্মকর্তার

  সারাদেশ ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৯
অভয়নগর থানা চত্বরে হাতবোমা বিস্ফোরণ
অভয়নগর থানা চত্বরে হাতবোমা বিস্ফোরণ (ছবি : সংগৃহীত)

যশোরের অভয়নগর থানা চত্বরে হাতবোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে র‌্যাব কর্মকর্তা শহিদুল ইসলামের হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শহিদুল ইসলাম খুলনা খালিপুর র‌্যাব-৬-এর কর্পোরাল (সার্জেন্ট)।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে অভয়নগর থানা চত্বরে র‌্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিস্ক্রিয় করার উদ্যোগ নেন, এ সময় এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খুলনা র‌্যাব-৬-এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিস্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে।

এ সময় প্রথম বোমাটি নিস্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র‌্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙুলসহ কব্জি পর্যন্ত উড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

ওডি/এসএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড