• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৪
সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহতদের একজন (ছবি : দৈনিক অধিকার)

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে শামছু মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহত শামছু মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামের বাসিন্দা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১০ জনকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- রবি রহমান (৫৫), এরশাদ মিয়া (৩৭), সায়েদুল মিয়া (২২), আলাল (৪০), আব্দুর রহিম (৬০), শেখ রাকিব (৪০), শেখ হোসেন (৪২), জাবেদ (৩৫), শরীফ (২০) ও বাবুল মিয়া (২০)। তারা সবাই বোড্ডা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বোড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও শামছু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে আহাদ গ্রুপের লোকজন শামছু গ্রুপের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে শামছু মিয়া ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড