• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গভীর রাতে ছাত্রীকে উঠিয়ে নিয়ে ধর্ষণ

  লামা প্রতিনিধি, বান্দরবান

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮
ধর্ষণ
প্রতীকী ছবি

বান্দরবানের লামা উপজেলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. আমির হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামে। অভিযুক্ত আমির হোসেন নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে।

স্কুল ছাত্রীর মা অভিযোগে উল্লেখ করে বলেন, আমার মেয়েকে বাড়ির পাশের মো. আমির হোসেন প্রায় সময় উত্ত্যক্ত করত। গত বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে দেখি মেয়ে বিছানায় নেই। বাড়ির সব জায়গায় খোঁজাখুঁজি করি। মেয়েকে না পেয়ে এক পর্যায়ে বাড়ির সামনে আমির হোসেনের মাকে ঘুম থেকে ডেকে তুলি। পরে আমির হোসেনকে ডেকে তোলা হলে তার কক্ষে মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাই।

সকালে জ্ঞান ফেরার পর মেয়ে জানায়, রাত দেড়টার দিকে সে ঘরের বাইরে শৌচাগারে যায়। সে সময় তার মুখ ও চোখ চেপে ধরে তুলে নিয়ে যায় আমির হোসেন। পরে আমির হোসেন তার থাকার কক্ষে মেয়েকে ধর্ষণ করে। সকালে ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা ও স্থানীয় সর্দার নুরুল হুদা লাভু চৌধুরীকে বিষয়টি জানাই। তারা বিষয়টি আমলে না নিয়ে বরং হাসি-ঠাট্টা করার কারণে অবশেষে থানায় অভিযোগ করি।

এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেন বাদশা বলেন, শুক্রবার সকাল আটটার সময় স্কুলছাত্রীর মা ও তার কয়েকজন আত্মীয় এসে প্রতিবেশী আমির হোসেন তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে বলে জানায়। বিষয়টি নিয়ে আমির হোসেনের বাবা ও তার বড় ভাইয়ের সঙ্গে আলাপ করি। কিন্তু আমির হোসেন উপস্থিত না থাকায় ঘটনার সমাধান করা যায়নি।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, প্রতিবেশী যুবক কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে মাঠ কাজ করছে পুলিশ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড