• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকছড়িতে সেপটিক ট্যাংক ভেঙে স্কুলছাত্রের মৃত্যু

  খাগড়াছড়ি প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৬
জেলার ম্যাপ
ছবি : দৈনিক অধিকার

সেপটিক ট্যাংক ভেঙে পড়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. ইমরান হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত স্কুলছাত্র ইমরান উপজেলার বড়টিলা আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও একই এলাকার শাহ আলমের ছেলে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকছড়ি উপজেলার কুমারী এলাকার বড়টিলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মানিকছড়ি উপজেলার কুমারী এলাকার বড়টিলার মো. ইমরান হোসেন বাবু টয়লেটে গেলে টয়লেটের স্লাব ভেঙে নিচে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে তার মামা আল-আমিন উদ্ধার করতে গেলে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে বাড়ির অন্যদের আত্মচিৎকারে প্রতিবেশীরা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন। এ দিক, আহত মো. আল-আমিনকে তাৎক্ষণিকভাবে অক্সিজেন সরবরাহের মাধ্যমে সুস্থ করা হয়।

মানিকছড়ি থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড