• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদকবিরোধী সমাবেশে অর্ধশত মাদক কারবারির আত্মসমর্পণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২
মাদকবিরোধী সমাবেশ
মাদকবিরোধী সমাবেশ ( ছবি : দৈনিক অধিকার )

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদকবিরোধী সমাবেশ করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

এ সময় সমাবেশে অর্ধ-শতাধিক মাদক কারবারি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে শপথ গ্রহণ করেন।

সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- নাগেশ্বরী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার হারুন-অর-রশিদ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী বাদশাসহ আরও অনেকে।

মাদক বিরোধী সমাবেশে নাওডাঙ্গা ইউনিয়নের অর্ধশতাধিক চিহ্নিত মাদক কারবারি স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

শপথ নেওয়া মাদক কারবারি তোফাজ্জল হক ও মমিনুল ইসলাম মামুন জানান, আজকের পর থেকে আমরা অন্ধকার পথের সমাপ্তি ঘটালাম। এখন থেকে নতুন জীবন শুরু হবে। আমরা এখন পরিবার-পরিজন নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করব। সমাবেশ শেষে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড