• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গফরগাঁওয়ে হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

  ময়মনসিংহ প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৯
গ্রেফতার
গ্রেফতারকৃত হত্যা মামলার মূল আসামি হারুন খা (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের গফরগাঁওয়ে আরিফুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি হারুন খাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভারতে পালানোর সময় ছাতকের দুর্গম সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হারুন খা পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের চাকুয়া গ্রামের আবুল হাসেম খানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি হারুন খা ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শাহ আরফিন এলাকায় তার আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফায়েজুর রহমান বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হারুন খা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বাংলাদেশ ভারত সীমান্তের ৫শ গজ ভেতর দুর্গম এলাকা থেকে হারুন খাকে গ্রেফতার করে পাগলা থানায় নিয়ে আসে পুলিশ।

পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফায়েজুর রহমান এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার অবস্থান ও ভারতে পালিয়ে যেতে পারে এমন সংবাদের ভিত্তিতে প্রায় ৪২ ঘণ্টা অভিযান পরিচালনা করে হারুন খাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে প্রেরণ করা হয়। এ হত্যা মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড