• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যান চালক গ্রেফতার

  বগুড়া প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৮
অভিযুক্ত ভ্যান চালক
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত জয়নাল আবেদীন (ছবি: দৈনিক অধিকার)

বগুড়ার ধুনট উপজেলায় চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৫২) নামের এক ভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ। জয়নাল মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গোপালপুর খাদুলী গ্রামের জয়নাল আবেদীন পেশায় একজন ভ্যান চালক। সে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপরে আট বছর বয়সী প্রতিবেশীর দুই নাতনিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাদের খেলার ছলে ধর্ষণের চেষ্টা চালায়। ওই দুই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এরপর গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জয়নাল ছয় বছর বয়সী আরও দুই শিশুকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ওই দুই শিশুকেও ধর্ষণের চেষ্টা করে। ওই দুই শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এর এক পর্যায়ে তারা শিশুদের কাছ থেকে জয়নালের পাশবিক নির্যাতনের ঘটনা জানতে পারেন।

এ ঘটনার সূত্রধরে শুক্রবারে তার পাশবিক নির্যাতনের শিকার আরও দুই শিশুর ঘটনাও প্রকাশ পায়। পরে এ ঘটনায় অভিভাবকরা ধুনট থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টায় মথুরাপুর বাজার এলাকা থেকে পুলিশ জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে।

নির্যাতনের শিকার শিশুদের অভিভাবকদের অভিযোগ, জয়নাল আবেদীন ফাঁকা বাড়িতে শিশুদের ফুঁসলিয়ে নিয়ে যায়। সেখানে খেলার ছলে শিশুদের ধর্ষণের চেষ্টা করেছে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাল হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের ভিত্তিতে ভ্যান চালক জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগ স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড