• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

  মৌলভীবাজার প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬
সংবাদ সম্মেলন
চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা (ছবি: দৈনিক অধিকার)

অনিয়ম-দুর্নীতির অভিযোগ ও অনাস্থা জানিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের আট ইউপি সদস্য।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন ট্যাক্স আদায় করে ব্যাংকে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। কাবিটা, কাবিখা, টিআর, কর্মসৃজন কর্মসূচি, এডিপি, ভূমি হস্তান্তর ফির একভাগ, হোল্ডিং ট্যাক্স, ভিজিডির টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন। এছাড়াও হাজিরা খাতায় দেওয়া স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে চেয়ারম্যান তা আত্মসাৎ করেছেন। তিনি বিভিন্ন নারী কেলেঙ্কারি ও বিভিন্ন মামলায় জড়িত।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দলীয় প্রভাব খাটিয়ে ইউপি চেয়ারম্যান এসব করছেন। বিগত ২০১৭ সালের ১৫ নভেম্বর জেলা প্রশাসক ও ২০১৯ সালের ৫ আগস্ট বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অনাস্থা প্রস্তাবের অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি সরকার নির্ধারিত ইউপি সদস্যদের ভাতাও দেওয়া হচ্ছে না।

এ দিকে সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তদন্তের সময় তাকে সাময়িক বরখাস্তেরও দাবি জানান ইউপি সদস্যরা। এ সময় চেয়াম্যানের বিরুদ্ধে অভিযোগের কপি সাংবাদিকদের দেওয়া হয়।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড