• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ : আটক ১

  বরিশাল প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৯
আটক
আটক ভুয়া চাকরিদাতা মো. মবিনুর রহমান (ছবি : দৈনিক অধিকার)

বরিশালে অভিযান চালিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদানের সক্রিয় চক্রের সদস্য মো. মবিনুর রহমানকে (৫৩) আটক করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পিরোজপুর জেলার নেছারাবাদ ‍উপজেলা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

আটককৃত মো. মবিনুর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া এলাকার মৃত আ. বারি আকনের ছেলে।

র‌্যাব জানায়, মুবিনুর রহমান দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে লোক ভর্তি করার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছিল। আটক মবিনুর নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বলে সাধারণ মানুষের কাছে পরিচয় দিত।

ধৃত আসামি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে ৮ থেকে ১০ জনের নিকট থেকে অর্থ গ্রহণ করেছে। পরবর্তীতে চাকরি প্রার্থী সৌরভ দাস, আকাশ পাল, রিয়াদুল ইসলাম, বিশ্বজিৎ দাস, অনুপ কুমার বসু ও আমিনুর রহমানের চাকরি হয়েছে জানিয়ে গত ২১ আগস্ট ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোরে মেডিকেল টেস্ট করায়। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে টাকা দাবি করে সে। এতে অভিভাবকদের সন্দেহ হয় মবিনুরের প্রতি।

র‌্যাব সদস্যরা মবিনুরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে, প্রথমে সে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দেয়। পরবর্তীতে আবার সেনাবাহিনীর সদস্য নয় বলে জানান। এছাড়া মবিনুর বিভিন্ন লোকজনদেরকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে টাকা পয়সা নিয়ে চাকরি না দিয়ে ওই টাকা আত্মসাৎ করেছে বলে র‌্যাব জানায়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড