• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেটে ২০ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  সিলেটে প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৯
বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

সিলেটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২০ মামলার আসামি ফজর আলী নিহত হয়েছেন।

রবিবার (১ সেপ্টম্বর) গভীর রাতে গোয়াইনঘাটের সালুটিকরের মিত্রিমহল গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি ২০ মামলার আসামি ছিলেন। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।

র‍্যাব-৯ জানিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের সদস্যরা গোয়াইনঘাটের সালুটিকর এলাকার মিত্রিমহল গ্রামে মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ১০ থেকে ১৫ মিনিট গুলিবিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে নিহত হন ফজর আলী। তবে অপর মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, নিহত ফজর আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ২০টি মামলা আছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। নিহত ফজর আলীর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, সালুটিকর এলাকার মিত্রিমহল গ্রামে র‌্যাব-৯-এর সঙ্গে বন্দুকযুদ্ধে ফজর আলী নামে একজন মারা গেছেন। তবে আমাদের কাছে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আসেনি। মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে, এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। র‍্যাব থানায় এজাহার দাখিল করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড