• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিনিশিল্পকে লোকসান কাটিয়ে লাভজনক করতে হবে : শিল্পমন্ত্রী

  অধিকার ডেস্ক

৩১ আগস্ট ২০১৯, ১৯:২২
নূরুল মজিদ
ছবি : সংগৃহীত

চিনিশিল্পকে লোকসান কাটিয়ে লাভজনক করতে হবে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, সেই নির্দেশ মোতাবেক শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের দক্ষ হয়ে সবার প্রচেষ্টায় চিনিকে লাভজনক শিল্পে পরিণত করতে হবে।’

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল পরিদর্শনকালে শিল্পমন্ত্রী একথা বলেন।

এ সময় কী কী কারণে চিনিশিল্পে লোকসান হচ্ছে, খতিয়ে দেখতে হবে উল্লেখ করে নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, ‘আমাদের অনেক কিছু আছে তা কাজে লাগিয়ে দিয়ে বিশ্ববাজারে টিকে থাকতে হবে। চিনিশিল্পে অনেকের লোভ আছে, এটি সম্ভাবনাময় শিল্প। কিন্তু আমরা তা বিক্রি করবো না।’

চিনিকল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর শিল্প, কল-কারখানায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। শ্রমিক যাতে চাকরি না হারায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিদেশ থেকে যে ‘র’ সুগার আনা হতো, তার ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এর কারণ, দেশীয় চিনিকল রক্ষা করা।’

ওডি/এএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড