• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  ফরিদপুর প্রতিনিধি

২৮ আগস্ট ২০১৯, ১৪:৪৮
বিদ্যুৎস্পৃষ্ট
ছবি : ফাইল ফটো

ফরিদপুরে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের খুঁটির টানার স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ফাহিমা (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকালে লস্করদিয়া ইউনিয়নের কল্যাণপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিমা কল্যাণপট্টি গ্রামের কৃষক রফিক শেখের মেয়ে। সে স্থানীয় বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে ফাহিমা বাড়ির সামনে পল্লি বিদ্যুতের একটি খুঁটির টানা স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ফাহিমাকে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এ এম ফরহাদ তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে, এ ঘটনার পর পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী তাকে আটকে রাখে। পরে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়রা জানান, ওই খুঁটির টানার সঙ্গে বিদ্যুতের আর্থিং দেওয়া ছিল। এ কারণে সেটিতে পানি পড়ার পর মূল ফেজের স্পর্শে টানাটি বিদ্যুতায়িত হয়ে যায়। পল্লী বিদ্যুতের এমন গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পল্লি বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা কিংবা কর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন নি।

ফরিদপুর পল্লি বিদ্যুৎ সমিতির জিএম শাকিল ভুঁইয়া বলেন, প্রকৃতপক্ষে কী ঘটেছে তা জানা সম্ভব হয়নি। তিনি বলেন, খুঁটির টানার তার বেশি টানা হেঁচড়া করলে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়তে পারে।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন বলেন, লস্করদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগিতায় শিশুটির মৃতদেহ থানায় নিয়ে আসা হয়।

নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ জানান, এ ঘটনায় ফাহিমার বাবা রফিক বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড