• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৌদ্ধভিক্ষু অমৃতানন্দ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

  রাঙ্গামাটি প্রতিনিধি

২৭ আগস্ট ২০১৯, ১৮:৪২
মানববন্ধন
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনকালে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ (ছবি : দৈনিক অধিকার)

বৌদ্ধভিক্ষু অমৃতানন্দকে (৭৪) হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালিত হয়।

হত্যার ঘটনায় আয়োজিত মানববন্ধনে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথের ও সাধারণ সম্পাদক শুভদর্শী মহাথেরসহ বিপুল সংখ্যক বৌদ্ধভিক্ষু যোগ দেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ‘গত ২৪ আগস্ট সকালে মৈত্রবাদী বৌদ্ধভিক্ষু অমৃতানন্দ ঢাকার রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন। পরদিন ২৫ আগস্ট কুমিল্লার আড়াইওরা গ্রামের রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল। এতে স্পষ্ট যে, দুষ্কৃতকারীরা তাকে অমানুষিক নির্যাতনের পর হত্যা করেছে। আমরা সংসারত্যাগী ও শান্তিপ্রিয় বৌদ্ধভিক্ষুকে এ ধরনের বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একটি অসাম্প্রদায়িক দেশে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, যা আইনশৃঙ্খলার চরম অবনতি বলে আমরা মনে করি।’

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, রেল স্টেশন ও রেলের ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা, দেশের সব বৌদ্ধ বিহার ও বৌদ্ধভিক্ষুদের নিরাপত্তা, অমৃতানন্দ ভিক্ষুর পরিবার ও তার সংগঠনকে এককালীন আর্থিক সাহায্য এবং দেশের যেসব জায়গায় এ পর্যন্ত বৌদ্ধ বিহার ও বৌদ্ধভিক্ষুর ওপর হামলা, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড