• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় ১৪ বছরের কারাদণ্ড

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৬ আগস্ট ২০১৯, ১৯:২৯
কারাদণ্ড
(প্রতীকী ছবি)

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় এক চোরকারবারিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৬ আগস্ট) বিকালে আসামির অনুপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসাসি হলো- ঢাকার ধামরায়ের যুবাচর গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে শাহিন মিয়া (৩৫)।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ এপ্রিল সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মডার্ন বাসে স্বর্ণের পাচার করছে এমন সংবাদ পেয়ে সেখানে অবস্থার নেয় চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি'র সদস্যরা। এ সময় বাসটি থামিয়ে শাহিন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০ ভরি। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

পরের দিন ২৮ জুন চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি'র হাবিলদার আবুল বাশার বাদী হয়ে শাহীন আলীকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জিএম ইমদাদুল হক মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ জুন একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

পালাতক আসামিকে গ্রেফতারের পর থেকে সাজা কার্যকর হবে। আটক স্বর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। উচ্চ আদালত থেকে আসামি শাহীন আলী জামিন নেওয়ার পর থেকে পালাতক রয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড