• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে থামছেই না সড়ক দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২৬ আগস্ট ২০১৯, ১৮:১৭
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক আকতারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের দুর্গাপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে দৈনিক অধিকারকে জানান পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ।

নিহত বৃদ্ধ জেলার পীরগঞ্জ উপজেলার খামার নারায়নপুর গ্রামের মৃত ফজরি মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি দৈনিক অধিকারকে জানান, বৃদ্ধ আকতারুল ইসলাম বাইসাইকেল নিয়ে পীরগঞ্জ থেকে রাণীশংকৈলে যাওয়ার পথে দুর্গাপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বৃদ্ধ আকতারুল।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বজলুর রশিদ আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে গত শুক্রবার (২ আগস্ট) জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন, রবিবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে শহরের বাস স্ট্যান্ড এলাকার এনামুল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় একজন, বৃহস্পতিবার (২২ আগস্ট) সদর উপজেলার সালান্দর ইউনিয়নের পঞ্চগড়-ঠাকুরগাঁও সড়কের ডেনিশ হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় চারজন, শনিবার (২৪ আগস্ট) সদর উপজেলার জগন্নাথপুর বি-আখরা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় একজন ও সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের দুর্গাপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজনসহ মোট ১৯ জন প্রাণ হারায়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড