• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নান্দাইলে ‘চা’ নিয়ে সংঘর্ষে নিহত ১

  ময়মনসিংহ প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, ১৪:৫৮
ময়মনসিংহ
নিহত সাইদুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় মাথায় গরম চা ঢেলে দেয়ার ঘটনার জেরে দুই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে মহেষকুড়া গ্রামের এজাহার উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪০) নিহত এবং উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে নান্দাইল উপজেলার খারুয়া ইউপির দেওয়ানগঞ্জ বাজারে আধিপত্য বিস্তার নিয়ে মহেষকুড়া ও বিরাশী দু-গ্রামের লোকজনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার খারুয়া ইউপির বিরাশী গ্রামের এক ব্যক্তি মহেষকুড়া গ্রামে গিয়ে বৈদ্যুতিক কাজে বাল্ব লাগানোর সময় তার মাথায় গরম চা ঢেলে দেয়ার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এ ঘটনার জের ধরে বিরাশী গ্রামের প্রাক্তন মেম্বার মুক্তুল হোসেনের লোকজনকে প্রতিপক্ষ মহেষকুড়া গ্রামের বর্তমান মেম্বার রিপুলের লোকজন ‘দেওয়ানগঞ্জ বাজারে’ আসতে নিষেধ করে।

এ জের ধরে রবিবার দুপুরের দিকে বিরাশী গ্রামের প্রাক্তন মেম্বার মুক্তুল হোসেনের লোকজন দেওয়ানগঞ্জ বাজারে গেলে প্রতিপক্ষ মহেষকুড়া গ্রামের বর্তমান মেম্বার রিপুলের লোকজনের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় পাশাপাশি দুই গ্রামের লোকজন অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে দেশীয় অস্ত্রের আঘাতে মহেষকুড়া গ্রামের এজাহার উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম নিহত হয়।

এ সংঘর্ষের সময় উভয় পক্ষের কমপক্ষে ৩ জন আহত হলে তাদের পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদের স্বজনরা। পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মুঠোফোনে যোগাযোগের পর কর্তৃপক্ষ ব্যস্ততার জন্য পরে ফোন দিতে বলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মাদ জানান, খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে আরও জানান তিনি।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড