• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের নাম!

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

২৪ আগস্ট ২০১৯, ০৩:০৫
ভালুকা স্মৃতি সৌধ
ভালুকা স্মৃতি সৌধ (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভালুকা বাস স্ট্যান্ড চত্বরের পূর্বপাশে শহীদ নাজিম উদ্দিন রোডের সঙ্গে অবস্থিত ভালুকা স্মৃতি সৌধ। এই গাইড ওয়ালের মুক্তিযোদ্ধাদের নামগুলো রয়েছে স্মৃতিসৌধের এক পাশের ফলকে। দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় ফলক থেকে মুছে যাচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম।

ফলে সংরক্ষণের অভাবে হারাতে বসেছে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভালুকা উপজেলায় মেজর আফসার বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা স্মৃতি সৌধে সংরক্ষণ করা হয়েছিল। স্মৃতি সৌধের নাম ফলকটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবার ও স্বজনরা।

ভালুকা উপজেলার বেশ কিছু মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, আফসার উদ্দিনের নামেই পরিচিত এ বাহিনী। অস্ত্র সংগ্রহ ও প্রশিক্ষণসহ সব কাজই সেরেছে দেশের ভেতর।

শত্রুদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তা দিয়েই শত্রুর মোকাবিলা করে সাড়ে চার হাজার সদস্যের এই বাহিনী। ভালুকা, ত্রিশাল, ফুলবাড়িয়া, গফরগাঁও, শ্রীপুর, জয়দেবপুর, মীর্জাপুর, কালিয়াকৈরসহ আশপাশের বেশ কিছু এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছিল আফসার বাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধ চলাকালীন মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর গ্রামের শহীদ মো. নাজিম উদ্দিন, শহীদ আব্দুল মান্নান, মেদুয়ারী ইউনিয়নের শহীদ মো. মোমতাজ, হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের শহীদ মো. শমসেরসহ আর অনেকেই শহীদ হয়েছিল।

ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন খান মিলন, সাবেক ডিপুটি কমান্ডার গোলাম মোস্তফা খান, আফসার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নুরুল ইসলাম জানান, স্মৃতিসৌধের শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংরক্ষণের ফলকটি সংস্কারের ব্যবস্থা করারর জন্য জোর দাবি জানাচ্ছি।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড