• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  মৌলভীবাজার প্রতিনিধি:

২৩ আগস্ট ২০১৯, ০৫:৪৫
অভিযান
জেবিএল ফার্মেসিতে অভিযান পরিচালনা করছেন পুলিশ কর্মকর্তার। (ছবি : দৈনিক অধিকার)

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আটা-ময়দা দিয়ে খাবার তৈরি করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মৌলভীবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোটা অংকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিন জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে জেলার কমলগঞ্জ উপজেলার শমশের নগর বাজারের বিভিন্ন স্থানে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার প্রতিষ্ঠানগুলোকে নগদ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ আটা ময়দা দিয়ে খাদ্য তৈরির দায়ে শমশের নগর বাজারের ঢাকা ফুডস এন্ড বেকারিকে ৩০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জেবিএল ফার্মেসিকে আরও ২ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

আরও পড়ুন :- বাঁচার জন্য ৯৯৯-এ কল করে ফেঁসে গেল অপহরণকারী তরুণ

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারি পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এবারের অভিযানটি পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন শমশের নগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড