• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘৫ টাকার টিকিটে ভালো চিকিৎসা হবে না, চেম্বারে আসেন’

  যশোর প্রতিনিধি

২১ আগস্ট ২০১৯, ১৯:৩০
যশোর জেনারেল হাসপাতাল
২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতাল (ছবি :সংগৃহীত)

‘পাঁচ টাকার টিকিটে যশোর জেনারেল হাসপাতালে এর চেয়ে ভালো চিকিৎসা হবে না। পাঁচ টাকায় কি আর ভালো করে দেখা যায়? এখানে ভালো মেশিন নেই। এর চেয়ে ৫শ টাকা ফি দিয়ে আমার চেম্বারে আসেন। ভালো করে দেখে দেব।’

বুধবার (২১ আগস্ট) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের ১১৭ নম্বর কক্ষে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলাম এভাবেই সাইফান নামের এক শিশুর স্বজনকে এসব কথা বলেন। এ ব্যাপারে ডাক্তার নজরুল ইসলামের যোগাযোগ করলে তিনি এসব কথা বলেছেন বলে স্বীকারও করেছেন।

যশোর সদর উপজেলার কুয়াদা এলাকার সোহেল রানার ছেলে সাইফানকে যশোর জেনারেল হাসপাতালেে (২) নিয়ে আসেন তার মা সানজিদা বেগম ও মামা মেহেদি হাসান।

বুধকার বেলা ১২টার দিকে ডাক্তার নজরুল ইসলামের সামনে গেলে সাইফানকে না দেখেই ব্যবস্থাপত্র লিখতে শুরু করেন। এ সময় তার মামা মেহেদি হাসান ও মা সানজিদা বেগম সাইফানকে ভালো করে দেখে ব্যবস্থাপত্র লিখতে অনুরোধ করলে উপরোক্ত বক্তব্য দেন। এরপর ডাক্তার ব্যঙ্গ করে তার কক্ষের কর্মচারীর উদ্দেশে বলেন, ‘এই কামরুল লেপ তোষক দিয়ে এই রোগীকে বাঁধ। রোগীটাকে ভালো করে দেখতে হবে!’

ওই চিকিৎসকের কক্ষ থেকে বের হয়ে মেহেদি হাসান সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এ সময় সাংবাদিকরা ডাক্তার নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি রোগীদের ওইসব কথা বলেছেন বলে স্বীকার করে বলেন, ‘আপনারা একটু ভালো করে লেখেন। যাতে আমার বদলি হয়। এখানে আর চাকরি করা যাচ্ছে না।’

এ ব্যাপারে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি জানেন না। তবে এক্ষুনি খোঁজ নিচ্ছি বলে জানান।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড