• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

  যশোর প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ১৫:৫১
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় নিহত গরু ব্যবসায়ী মজনু (ছবি : দৈনিক অধিকার)

যশোরে নসিমন উল্টে মজনু (৪৩) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় অপর ব্যবসায়ী ইয়ানুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে নসিমনে করে দুইটি গরু নিয়ে শার্শার সাতমাইল গরুর হাটে যাবার সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী মজনু শার্শা উপজেলার ধুপপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহত ইয়ানুর একই এলাকার কুটে বিশ্বাসের ছেলে।

আহত ইয়ানুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নসিমনে করে দুইটি গরু নিয়ে শার্শার সাতমাইল গরুর হাটে যাচ্ছিলেন। এ সময় নসিমনটি জামতলা এলাকার জোহরা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে গরুর গাড়িটি উল্টে গেলে তারা দুইজনে গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস মজনুকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত ইয়ানুরকে হাসপাতালে ভর্তি করে নেন।

যশোর কোতোয়ালি থানার এসআই গরুর গাড়ি উল্টে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড