• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনা চোরাচালান মামলায় দুই আসামির যাবজ্জীবন

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ১৯:৩৪
আদালত
ছবি- প্রতীকী

চুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (১৯ আগস্ট) বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঢাকা কেরানিগঞ্জের রামেরকান্দা গ্রামের মহিউদ্দিন খানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কালুরগা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪০)। তবে রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ জুন সকালে ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তজার্তিক চেকপোস্ট থেকে নুরুল ইসলাম ও মাসুদ রানাকে আটক করে শুল্ক স্টেশনের কর্মকর্তারা। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯টি সোনার বার ও ১০টি খন্ডিত সোনার টুকরা জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি ২৭৮ গ্রাম। আটক সোনার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

এ ঘটনায় বেনোপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে আটককৃত দুই জনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। আলোচিত এ স্বর্ণ মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম ২০১৮ সালের ৩১ জুলাই নুরুল ইসলাম ও মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলায় ৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিশেষ ক্ষমতা আইনে তাদের দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড