• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিবির প্রতিবাদে বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

  লালমনিরহাট প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ১৮:৫২
সীমান্ত
বাংলাদেশ ভারত সীমান্ত (ফাইল ফটো)

বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে ধরে নেওয়া এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র প্রতিবাদের মুখে ওই যুবককে ফেরত দেয় বিএসএফ। বাংলাদেশি ওই যুবকের নাম রুহুল আমিন (৩২)।

সোমবার (১৯ আগস্ট) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারী মেইন সীমান্ত পিলারের কাছ থেকে থেকে রুহুল আমিনকে ধরে নেয় বিএসএফ। পরে বিজিবির প্রতিবাদের মুখে ৪ ঘণ্টা পর তাকে ফেরত দেওয়া হয়।

জানা গেছে, উপজেলার দক্ষিণ গোতামারী সীমান্ত এলাকার প্রয়াত আবেদ আলীর ছেলে রুহুল আমিন। তিনি ঘটনার দিন সকালে মাছ ধরতে সীমান্তে গেলে ভারতীয় বড়মরিচা ক্যাম্পের বিএসএফ টহল দল বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে ধরে নিয়ে যায়। পরে দইখাওয়া বিজিবি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ-এর কাছে পত্র পাঠায়।

দইখাওয়া বিজিবি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তর থেকে রুহুলকে ধরে নেওয়ার প্রতিবাদের প্রেক্ষিতে ৪ ঘণ্টা পর বিজিবির হাতে তাকে ফেরত দেয় বিএসএফ।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড