• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় বাবা-ছেলে গ্রেফতার

  খুলনা প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ১৭:০৯
গ্রেফতার
চার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার বাবা-ছেলে (ছবি : দৈনিক অধিকার)

খুলনায় অংশীদারি ব্যবসার চার কোটি টাকা আত্মসাতের মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটায় খুলনা নগরীর শেরে বাংলা রোডের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার ১৫ আগস্ট চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী এম এ মাজেদ সরকার।

গ্রেফতার দুইজন হলেন- মামলার প্রধান আসামি মাহমুদুর রহমান ও তার বাবা আবদুল কাদের। মামলার ওপর আসামি মাহমুদুরের ভাই আরিফুর ইসলাম পলাতক রয়েছে।

সিআইডির উপপরিদর্শক (এসআই) মধুসুধন বর্মন জানান, বাদী ও আসামিরা ২০১০ সাল থেকে অংশীদারি ব্যবসা শুরু করেন। তারা যৌথ হিসেবে লেনদেন করতেন। চার/পাঁচ মাস আগে আসামিরা ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে বাদীকে বের করে দেন। পরে ভুক্তভোগী নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড