• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে দুদকের অভিযান 

  খুলনা প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ১৫:৩৭
অভিযান
কেডিএতে অভিযানকালে বিভিন্ন বিল্ডিংয়ের নকশা খতিয়ে দেখছে দুদক কর্মকর্তারা (ছবি : দৈনিক অধিকার)

ভবন নির্মাণের অনুমোদনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সহকারী পরিচালক মোহাম্মদ শাওন মিয়ার নেতৃত্বে সোমবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালায় খুলনা দুদকের একটি টিম।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে কেডিএর প্লানিং ও অথরাইজ শাখার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা। এ সময় নগরীর বেশ কিছু ভবনের নকশার অনুলিপি ও বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ করেন তারা। পরে নগরীর বিভিন্ন স্থানে অনিয়মের মাধ্যমে অনুমোদন পাওয়া ভবন পরিদর্শন করেন দুদকের ওই টিম।

দুদক জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভবন অনুমোদনে কেডিএর অনিয়মের ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ অভিযানের সত্যতা মিললে প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ করে অধিকতর অনুসন্ধানের জন্য অনুমতি চাওয়া হবে বলেও জানান দুদকের ওই কর্মকর্তারা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড