• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত

  ঝিনাইদহ প্রতিনিধি

১৮ আগস্ট ২০১৯, ২০:১১
ট্রেন লাইনচ্যুত
লাইনচ্যুত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।

রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেনের সামনের বগি গুলো খুলনার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রেল লাইনের ভেঙে যাওয়া অংশ সরানোর কাজ চলছে।

তবে ঘটনার পর থেকে কোটচাঁদপুর স্টেশনের পাশেই আটকা পড়েছে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এবং রাজশাহী থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন।

(ছবি : দৈনিক অধিকার)

ভেঙে যাওয়া রেল লাইনের পাত (ছবি : দৈনিক অধিকার)

কোটচাঁদপুর স্টেশন মাস্টার কাওসার জানান, রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুর স্টেশনের ইউপি গেটে পৌঁছালে ট্রেনের দুইটি বগি ও আটটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকাসহ সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এখনো কোনো উদ্ধার কাজ শুরু হয়নি।

উদ্ধার কাজ কখন শুরু হবে তাও জানাতে পারেননি স্টেশন মাস্টার।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড