• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

  ময়মনসিংহ প্রতিনিধি

১৮ আগস্ট ২০১৯, ১৮:৩১
সড়ক দুর্ঘটনা
পৃথক সড়ক দুর্ঘটনায় আহতদের একজন (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পাতিলগাঁও গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রেজিয়া খাতুন (৫০) ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পলাশিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে সায়েম আহম্মেদ (১৪)। নিহত সায়েম নালিতাবাড়ির স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রবিবার (১৮ আগস্ট) সকালে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও বিকালে ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ভাইটকান্দি নামক স্থানে পৃথক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত সায়েমের বাবা দুদু মিয়া (৪৫), মা মনিরা বেগম (৪০), বোন মাফিয়া বেগম (৫) ও গায়রাকান্দা গ্রামের সুনিল সাহা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়মনসিংহগামী একটি মাইক্রোবাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেজিয়া খাতুন ও রিকশাচালক আনোয়ারকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় রেজিয়া খাতুনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দিকে একই দিন বিকালে ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ভাইটকান্দি নামক স্থানে সিএনজি ও ভটভটির (স্থানীয় যান) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী সায়েমের মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষে আহত হন সায়েমের মা-বাবাসহ চারজন যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী পৃথক এ দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড