• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আখাউড়া স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৮ আগস্ট ২০১৯, ১৩:০১
আখাউড়া
আটকা পড়ে থাকা পণ্যবাহী ট্রাক

ভারতের আগরতলা আন্তর্জাতিক স্থলবন্দরে নতুন প্রযুক্তি সম্পন্ন ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (ইডিআই) সিস্টেম চালু হওয়ায় আখাউড়া স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক।

ঈদুল আজহার টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর শনিবার (১৭ আগস্ট) থেকে বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও ভারতে ইডিআই সিস্টেম চালু হওয়ায় অনির্দিষ্টকালের জন্য আখাউড়া-আগরতলা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীরা দৈনিক অধিকারকে জানান, ভারতীয় কাস্টমস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগরতলা বন্দরে ইডিআই (ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ) ব্যবস্থা চালু করেছে যা আমাদের আগে এ বিষয়ে জানাননি। হঠাৎ এ সিদ্ধান্তে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকায় অস্বস্তি বিরাজ করছে বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভুঁইয়া জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ (ইডিআই) জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের পচনশীল পণ্যসহ মালামাল বোঝাই ট্রাক আখাউড়া বন্দরে ভারতে রপ্তানির অপেক্ষায় পড়ে আছে। এতে রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্তসহ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে আখাউড়া কাস্টমস সুপার শান্তি বরণ চাকমা দৈনিক অধিকারকে বলেন, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের নতুন নিয়মের জটিলতায় আখাউড়া স্থলবন্দরে পচনশীল পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে। আমাদের এখানে কোনো প্রকার জটিলতা নেই। ভারতীয় কাস্টমসের সমস্যা দ্রুত সমাধান হলেই আখাউড়া স্থলবন্দরে আটকা পড়া পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করবে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড