• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদ্রাসার দরজা খুলে দেওয়ার কথা বলে ছাত্রীকে শ্লীলতাহানি

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৯, ১৬:২৩
শ্লীলতাহানি
শ্লীলতাহানি ( ছবি : প্রতীকী )

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হাফেজী মাদ্রাসার ছাত্রীকে (১২) শ্লীলতাহানির অভিযোগে উঠেছে মোকসেদ আলী (৫০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোকসেদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই ছাত্রীর বাবা।

অভিযুক্ত মোকসেদ আলী উপজেলার একান্নপুর গ্রামের মৃত পশির উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার মালগাঁও তালেমুল কুরআন ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের ওই ছাত্রী প্রতিদিনের মতো শনিবার সকাল ৭টার দিকে মাদ্রাসায় পড়তে গিয়ে দেখে মাদ্রাসার দরজা বন্ধ। মাদ্রাসার পাশের দোকানদার মোকসেদ আলীর কাছে মাদ্রাসার এক সেট চাবি জমা ছিল। এ সময় মোকসেদ আলী মাদ্রাসার দরজা খুলে দেওয়ার কথা বলে মাদ্রাসার ভেতরে নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় ছাত্রীর চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় মোকসেদ।

প্রত্যক্ষদর্শী মোখলেসুর, রহিম, সাইফুল ইসলাম জানান, ‘আমরা এগিয়ে না আসলে ওই ছাত্রীর সর্বনাশ করতো মোকসেদ।’ এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বলেও জানায় তারা।

স্থানীয় হাজীরপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ছাত্রীর বাবাকে আইনের আশ্রয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মোকসেদ আলী মুঠোফোনে জানান, চেয়ারম্যানের বাড়িতে আমার লোকজন আছে। তারাই আপনাদের সঙ্গে কথা বলবে। আমি কিছু বলতে পারবো না বলে ফোন কেটে দেন।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ দৈনিক অধিকারকে জানান, ওই ছাত্রীর বাবা রুস্তম আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামিকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান ওসি বজলুর রশিদ।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড