• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১৮:৪০
আইডি কার্ড
নিহত পুলিশ সদস্যের আইডি কার্ড (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের কাজিপুরে বরযাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্য বেলাল হোসেনের (৩১) মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ।

নিহত বেলাল হোসেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় জাভেদ আলী তরফদার (৬৫) নামে আরও এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান জানান, সকালে মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিশ সদস্য বেলাল হোসেনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। বেলাল হোসেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (১৪ আগস্ট) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জামুরিয়া এলাকা থেকে প্রায় ৩০ জন বরযাত্রীবাহী নৌকা কাজিপুরে আসার পথে সিন্নারচর এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রবল স্রোতে যমুনায় ডুবে যায়। এতে ঘটনাস্থলেই রেনু বেগম (৬০) নামে এক নারী মারা যায় ও তার স্বামী জাভেদ আলী তরফদার এবং পুলিশ সদস্য বেলাল হোসেন নিখোঁজ হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড