• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের ছুটি

পারকী সৈকতে পর্যটকের ঢল

  জাহাঙ্গীর আলম, আনোয়ারা, চট্টগ্রাম

১৪ আগস্ট ২০১৯, ১৬:৪০
পরকী সৈকত
পারকী সৈকতে পর্যটকের ভিড় (ছবি- দৈনিক অধিকার)

ঈদের ছুটিতে চট্টগ্রামের আনোয়ারা পারকী সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। প্রতিদিন হাজারো পর্যটক পরিবার, বন্ধুবান্ধব নিয়ে দল বেঁধে সময় কাটাতে পারকী সৈকতে ভিড় করেছেন। পর্যটকদের উচ্ছাস যেন নব উদ্যমে রাঙিয়ে তুলছে পারকী সৈকতকে।

এ দিকে দীর্ঘ দুই মাস বর্ষায় ঝিমিয়ে পড়া এখানকার হোটেল রেস্তোরাঁসহ ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো জমে উঠেছে। পর্যটকদের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনসহ ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পারকী সৈকতে বেসরকারিভাবে গড়ে উঠেছে বেশ কয়েকটি আকর্ষণীয় রিসোর্ট ও বিনোদন কেন্দ্র। এছাড়া দেড় শতাধিক বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ খাবারের দোকানও রয়েছে। দেশের প্রধান সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত পারকীর ঝাউবনে বসে একসঙ্গে বহির্নোঙরের জাহাজের আসা যাওয়া ও সৈকতের লাল কাঁকড়া দেখা যায়। সৈকতে রয়েছে সাগর ভ্রমণের জন্য স্প্রিড বোট। মুহূর্তেই সাগরে ভাসমান জাহজগুলো দেখা যায়।

জানা যায়, আনোয়ারা উপকূলকে রক্ষায় বনবিভাগ ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে পর্যায়ক্রমে প্রায় ৮০ হেক্টর জায়গায় আর্কিটেকচারাল পদ্ধতিতে লাগানো ঝাউগাছ গাছগুলো পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে। পর্যটন করপোশেন পারকীতে ১৪টি বহুতল বিশিষ্ট কটেজ, একটি মানসম্মত বার, দুইটি পিকনিক শেড, দুইটি কিডস কর্নার জোন, আধুনিক রেস্তোরাঁ, কনভেনশন হল, ওয়েটিং রুম পার্কিং সুবিধাসহ সৈকতের উন্নয়নের জন্য ৬২ কোটি টাকার প্রকল্প বরাদ্ধ দিয়েছে। এ প্রকল্প ২০২০ সালের মধ্যে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

সৈকতে বেড়াতে আসা ডুবাই প্রবাসী মাহাবুবুল আলম তারেক বলেন, বৃষ্টির মাঝে সৈকতে অন্য রকম আনন্দ লাগছে। বন্ধুরা মিলে সৈকতে বেড়াতে এসেছি, খুব মজা করলাম।

স্থানীয় চেয়ারম্যান ও বিচ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ বলেন, ভূমি মন্ত্রীর প্রচেষ্টায় পারকী সৈকতকে আধুনীকায়ন করতে ৬২ কোটি টাকার প্রকল্প বরাদ্ধ দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে পারকি দেশের অনন্য সুন্দর ও বিনোদন স্পটে পরিণত হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, আনোয়ারা পারকী সমুদ্র সৈকত একটি চমৎকার পর্যটনস্পট। পর্যটন কর্পোরেশন পারকী সৈকতের উন্নয়নে দেওয়া ৬২ কোটি টাকার প্রকল্প ২০২০ সালের মধ্যে বাস্তবায়িত হলে পর্যটকরা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড