• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি

  বেনাপোল প্রতিনিধি, যশোর

১০ আগস্ট ২০১৯, ২১:০৯
বিজিবি
নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (ছবি- দৈনিক অধিকার)

কুরবানি ঈদের পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে ঈদের আগেই কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১০ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলের পুটখালি, দৌলতপুর, অগ্রভুলোটসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে।

জানা যায়, টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে যাতে সীমান্ত এলাকায় চামড়া পাচার না হয়। একই সঙ্গে সেখানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি বাড়ানো হয়েছে।

খুলনা বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমরান জানান, চামড়া পাচারকারীরা কোনোভাবে যেন চামড়া পাচার করতে না পারে এটা প্রতিরোধে আমরা বদ্ধপরিকর। এ জন্য অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড