• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভালো আছে : হুইপ ইকবাল

  দিনাজপুর প্রতিনিধি

১০ আগস্ট ২০১৯, ১৪:২৭
হুইপ ইকবালুর রহিম
মশক নিধন ওষুধ প্রদান অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম। (ছবি : সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্য খাতসহ সর্বক্ষেত্রেই উন্নয়ন হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর পদক্ষেপে অন্যান্য দেশের মতো বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভালো আছে। তবে জনগণের মাঝে সতর্কতা বার্তা পৌঁছে দিতে হবে।

শনিবার (১০ আগস্ট) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধের লক্ষে পৌর শহরে মশক নিধন ওষুধ প্রদানের পৌর কাউন্সিলরদের মাঝে স্প্রে মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, এ ডেঙ্গু কোনো ছোঁয়াছুয়ি রোগ নয়। শুধু মাত্র এডিস মশার কামড়ে এ ডেঙ্গু রোগ হয়, কিন্তু কতিপয় বিএনপি-জামায়াত ক্ষমতার লোভে প্রথমে ছেলেধরা বলে মানুষ হত্যা করে ক্ষান্ত হননি। এখন ডেঙ্গু আতঙ্কে মানুষের মাঝে ভয় ধরিয়ে দিচ্ছে। যতই ষড়যন্ত্র করুক না কেন কোনো লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বাঁচবে মানুষের কল্যাণে বাঁচবে।

এ সময় বক্তব্য রাখেন- দিনাজপুর পৌর সভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রুস্তম আলী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। এছাড়া পৌর কাউন্সিলর বৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে দিনাজপুর শহরের পুলহাট নতুন বাজার জামে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড