• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, নতুন ৬০ রোগী ভর্তি

  ফরিদপুর প্রতিনিধি

০৯ আগস্ট ২০১৯, ১৬:২৪
ফরিদপুর মেডিকেল
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি :সংগৃহীত)

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিপি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়।

লিপি আক্তার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকন্দি গ্রামের মাহাবুব হোসেনের স্ত্রী। গত ৭ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত লিপি আক্তার মারা যান। এর আগে গত পহেলা আগস্ট বিকাল ৩টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেপাখোলা এলাকার শারমীন (২২) এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত দুই নারীর মৃত্য হলো।

গত ২০ জুলাই থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৫১৫জন। গতকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৪১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন। ১১ জন জেনারেল হাসপাতাল, পাঁচ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে, দুজন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বেসরকারি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল ও আরোগ্য সদনে পাঁচজন করে মোট ১০ জন নতুন করে ভর্তি হয়েছেন। ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ৫১৫ জন ভর্তি হয়েছিলেন। গতকাল পর্যন্ত ভর্তি আছেন ২৮৬জন। এছাড়া গতকাল পর্যন্ত ১৮৬জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ৩৪ জনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে এবং মারা গেছেন দুজন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড