• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেখ হাসিনার নামে গরু কুরবানি দেবেন কৃষক 

  সারাদেশ ডেস্ক

০৯ আগস্ট ২০১৯, ১৪:৪২
কুরবানির গরু
প্রধানমন্ত্রীর নামে দেওয়া কুরবানির গরু ( ছবি : সংগৃহীত )

আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা। এবারের ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কুরবানি দেবেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের কৃষক আবেদ আলী শেখ।

জানা যায়, ঈদুল আজহার দিন ঈদের নামাজ শেষে এলাকার কুরবানির মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই একটি গরু কুরবানি দেবেন।

এ বিষয়ে কৃষক আবেদ আলী জানান, ২০০৮ সালে শেখ হাসিনার দেওয়া প্রকল্প একটি বাড়ি একটি খামার থেকে ২০ হাজার টাকা লোন নেন তিনি। সেই টাকা থেকে ১৭ হাজার ১০০ টাকা দিয়ে একটি গাভী ক্রয় করেন তিনি। আর তখনই তিনি নিয়ত করেন গাভীটি থেকে যদি পাঁচটি বাছুর হয় তাহলে এই গাভীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তিনি কুরবানি দেবেন। পরবর্তীতে গাভী থেকে পাঁচটি বাছুর হয়েছে, এবং সেইগুলো থেকে আবার চারটি বাছুর হয়ে বর্তমানে মোট ৯টি গরু রয়েছে তার।

কৃষক আবেদ আলী আরও জানান, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই কন্যা হিসেবে যেন তা বাস্তবায়ন করতে পারেন। শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন তা যেন বাস্তবায়ন হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড